প্রকাশিত: Fri, Jan 6, 2023 4:34 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:56 AM

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সালেহ্ বিপ্লব, এস এম সাব্বির: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে সড়ক পথে টুঙ্গিপাড়া যান। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ করেন। ১৯৭৫ সালের  ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনার অন্যান্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।  এসময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

বিকেলে খুলনায় সংক্ষিপ্ত সফর শেষে টুঙ্গিপাড়া ফেরেন প্রধানমন্ত্রী। রাতে তিনি সেখানেই অবস্থান করবেন। 

আজ বেলা ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনা: খালিদ আহমেদ